ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল মাদকসহ ব্যাবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০, ০৩:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সাড়ে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ সোহেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।

তিনি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রি করে থাকে।

এমন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয়।

এরই প্রেক্ষিতে তার নেতৃত্বে স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ, এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং এএসপি তাসলিম হুসাইন একটি আভিযানিক দল নিয়ে সকাল সোয়া ৯টার দিকে বিজয়নগর উপজেলার চরইসলামপুর পূর্ব পাড়াস্থ বাছির মিয়ার দোকানের সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ সোহেলকে আটক করেন।

পরে আটককৃত পিকআপভ্যানে তল্লাশি করে সাড়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক সোহেলের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজয়নগর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh