আজীবন হোম অফিস করবে টুইটার কর্মীরা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২০, ১১:২২ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হোম অফিস সার্ভিস চালু বিভিন্ন প্রতিষ্ঠান। টুইটার কর্মীরা মার্চ থেকে বাসা থেকেই অফিস করছেন। তাদের হয়তো আর অফিসে যাওয়া লাগবে না। 

বিবিসি বাংলা জানায়, টুইটার কর্মীদের জন্য সুসংবাদ, আর কখনো তাদের কর্মস্থলে না-ও যেতে হতে পারে।

টুইটারের প্রধান অফিস স্যানফ্রান্সিসকো বলছে, দিল্লি, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে। কোম্পানিটির পাঁচ হাজার কর্মী মার্চ মাস থেকেই বাড়ি থেকে কাজ করছেন।

বাড়ি থেকে কাজের ব্যবস্থাপনা ও পরিকল্পনা এতো দারুণভাবে কাজে দিয়েছে যে টুইটার এখন খুব প্রয়োজন না হলে কাউকেই অফিসে আসতে বলবে না।

করোনায় বিশ্বে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৯ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৯০ হাজার। সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু নিয়ে এখনো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh