করোনায় মৃত্যু নিয়ে ট্রাম্পের কোনো চিন্তাই নেই: নিরো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৯:২৫ এএম

রবার্ট ডি নিরো

রবার্ট ডি নিরো

যুক্তরাষ্ট্রের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত নিউইয়র্ক শহরকে একটি ভূতুড়ে শহর বলে মনে হয়।

তিনি বলেন, পৃথিবীর অন্য বড় বড় শহরগুলোর অবস্থাও প্রায় একই রকম। মনে হচ্ছে একটা সায়েন্স ফিকশন, কিন্তু এটা বাস্তব।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তিনি নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কোমোর প্রশংসা করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেটা করার কথা ছিল গভর্নর কোমো সেটা করেছেন।

ট্রাম্পের সমালোচনা করে রবার্ট ডি নিরো বলেন, তার কোনো ধারণাই নেই কীভাবে সেটা করতে হবে।

করোনা মোকাবেলায় ট্রাম্পের ভূমিকার যে কেউ কড়া সমালোচনা করছে না তাতে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু পুনরায় নির্বাচিত হতে চান। কতো মানুষ মারা যাচ্ছে এনিয়ে তার কোনো চিন্তাই নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh