রাজবাড়ীতে ট্রাক চাপায় অটোচালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০, ০২:০৮ পিএম

রাজবাড়ীর ম্যাপ।

রাজবাড়ীর ম্যাপ।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলায় ট্রাকচাপায় ইমরান শেখ (২৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন যাত্রী। 

শনিবার (১৬মে) সকালের দিকে গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমরান রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী বলেন,আজ সকালের দিকে রাজবাড়ী থেকে অটোরিকসা ও ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলো। অটো গান্ধিমারা এলাকায় পৌঁছালে ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোচালক নিহত ও দুই যাত্রী আহত হয়। 

পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটি রেখে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh