খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত ২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০, ১২:৫৯ পিএম | আপডেট: ১৯ মে ২০২০, ০১:০২ পিএম

খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। 

গতকাল সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ। 

তিনি বলেন, আক্রান্ত স্বাস্থ্যকর্মী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি উপজেলায় করোনার নমুনা সংগ্রহের কাজ করতেন। গত ১৪ মে তার নিজের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানোর পর সোমবার রাতে পজেটিভ রির্পোট। স্বাস্থ্যকর্মী আক্রান্তের ঘটনায় রামগড়ে আরো করোনা রোগী থাকার আশঙ্কা রয়েছে। তার সংস্পর্শে আসাদের নতুন করে নমুনা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, আক্রান্ত অন্য আরেকজন জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম ফেরত। তিনি বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন। 

এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো সাতজন। এদের মধ্যে সুস্থ হয়েছে একজন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh