টিকটকের সিইও হচ্ছেন ডিজনির কেবিন মেয়ার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৩:২৮ পিএম

কেবিন মেয়ার।

কেবিন মেয়ার।

টিকটকের বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ডিজনির স্ট্রিমিং প্রধান কেবিন মেয়ার টিকটকের প্রথম সিইও হতে যাচ্ছেন।

টিকটকের মালিকানাধীন চীনের কোম্পানি বাইটড্যান্স জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার পাশাপাশি মেয়ার প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব নেবেন।

মেয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘বাইটড্যান্সের পরবর্তী ধাপের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি।’

বিবিসির খবরে বলা হয়েছে, মেয়ার টিকটকে যোগ দেবেন আগামী ১ জুন থেকে।

২০১৬ সালে টিকটক অ্যাপ আনে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। এখন সারা পৃথিবীতে মাসে ৫০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তাদের। ফেসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি এখন পৃথিবীর সবচেয়ে বেশি বার ডাউনলোড হওয়া অ্যাপ।

২০০৫ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানিতে মেয়ারের ক্যারিয়ার শুরু হয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। পরবর্তীতে ডিজনির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে ওঠেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh