রাঙ্গামাটিতে একদিনে ১৭ জনের করোনা শনাক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০, ০২:২৯ পিএম | আপডেট: ২০ মে ২০২০, ০২:৩২ পিএম

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৭ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২০ মে) চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে আসা রিপোর্টে এই ফলাফল জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে ১৯ জন স্বাস্থ্য খাতে কর্মরত।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, করোনা পজিটিভ শনাক্ত হওয়াদের মধ্যে রাজদ্বীপের (চক্রপাড়া) একজন, রাজবাড়ির একজন, মানিকছড়ির একজন, দেওয়ানপাড়ার একজন, হাসপাতাল এলাকার দুইজন, উত্তর কালিন্দীপুর তিনজন, রাঙাপানি একজন, মাঝেরবস্তি একজন, ম্যাজিস্ট্রেট কলোনি একজন, রায় বাহাদুর সড়ক তিনজন, কল্যাণপুর একজন এবং তবলছড়ির ওমদামিয়া হিল এলাকার একজন বাসিন্দা রয়েছেন।

১৭ জনের মধ্যে আটজনই স্বাস্থ্য বিভাগের। তারা হলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দুইজন অফিস সহায়ক, একজন ঝাড়–দার, একজন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন স্টোরকিপার, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, বেসরকারি চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের একজন মালিক।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, নতুন করে জেলায় ১৭ জনের দেহে করোনার সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়া ১৭ জনই জেলা শহরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৪৩ দেহে কভিড-১৯ শনাক্ত হলো।

৬ মে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এক নার্স ও জেলা শহরের রিজার্ভবাজার এলাকার নয় মাসের এক শিশুসহ চারজনের দেহে প্রথম করোনা শনাক্ত হয়।

এরপর ১২ মে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরেক নার্সের দেহে করোনা শনাক্ত হয়। ১৩ মে রাঙ্গামাটিতে উপজেলা সদরে দুইজন চিকিৎসক ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তিনজন নার্স, বিলাইছড়ির দুই জন, কাউখালী এক স্বাস্থ্যকর্মী, রাজস্থলীতে একজনসহ মোট নয়জন করোনা শনাক্ত হয়।

১৪ মে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নার্স-আয়াসহ দুইজন, লংগদুতে দুইজন, জুরাছড়ির ছয়জন ও জেলা শহরের আরেক বাসিন্দাসহ মোট ১১ জনের দেহে করোনা শনাক্ত। ১৬ মে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ আসে। ২০ মে আরও ১৭ দেহে করোনা পজিটিভ হওয়ায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪৩ জনে।

তবে ৬ মে শনাক্ত চারজনের দ্বিতীয় ও তৃতীয় দফার করোনা নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় তারা সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করছে স্বাস্থ্য বিভাগ।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh