ফুটে ওঠো নিদ্রিত কুসুম

হিমেল বরকত

প্রকাশ: ২১ মে ২০২০, ১২:০৪ পিএম | আপডেট: ২৪ মে ২০২০, ১১:১২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হে নিদ্রিতা, দাঁড়িয়েছি নীরবে- নিকটে।

তোমার শিয়রে এসে অনুচ্চারিত শব্দে

ডেকে যাচ্ছি : ওঠো, ওঠো...


তুমি ডুবে আছ অথৈ ঘুমে-

প্রগাঢ় পাপড়ি আগলে রেখেছে চোখ,

মেঘমালার মতো গুচ্ছ কেশ

ঢেকে আছে আধেক চন্দ্রিমা।

আমার আঙুল ছিঁড়ে উড়ে যাচ্ছে

কত শত মুগ্ধ প্রজাপতি

তোমার ওষ্ঠে আছড়ে পড়ার তৃষ্ণায়।


তুমি তার কিছুই দেখছো না

তুমি তার কিছুই জানছো না

অতল দিঘির মতো শুয়ে আছ একা।


তোমার চোখেই ঘুম, তোমার চোখেই নিদ্রা

অথচ, আমিই দেখছি স্বপ্ন-

দুঃস্বপ্নের মতো।


তোমার নিদ্রাক্লান্ত শরীর থেকে 

গোপন সৌরভ এসে চাবুকের মতো

আমাকে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে 

অগ্নিকুণ্ডের দিকে-


রোমকূপে জমছে ঘাম, নাসারন্ধ্র স্ফীত,

লালাশূন্য জিভ চুমুকের অপেক্ষায় অধীর।

বারবার করতলে জ্বলে উঠছে দাবানল,

কী ভীষণ পুড়ে যাচ্ছি জ্বরে ও যন্ত্রণায়!


পুড়তে-পুড়তে আমি এক মলিন বাউল

দাঁড়িয়েছি এসে আজ তোমার দিগন্তে-

হে নিদ্রিতা, 

জেগে ওঠো, একবার ফুটে ওঠো- 

ভোরের আগেই, একবার আমার অন্ধকারে... 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh