পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ০৬:০৮ পিএম

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সড়ক মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে নিষেধাজ্ঞা থাকার পরও কোনো কোনো পণ্যবাহী যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে, যা সরকারি আদেশ অমান্যের শামিল এবং ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এতে বলা হয়, ‘যে সব পণ্যবাহী যানবাহন যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করে।

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির মধ্যে সড়কে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকার পরও ঈদের আগে মানুষ পণ্যবাহী যানবাহনে বাড়ি ফিরছে। এতে করোনা পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলো সরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh