কক্সবাজারে নতুন ১৭ জনের করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ০৮:৩৩ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬২ জন নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ এসেছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১৭ জন। অপর ৯ জন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট। আর নতুন শনাক্তে কক্সবাজার জেলার ১৬ জন রয়েছে।

এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১২ জন, ও উখিয়া উপজেলার ৪ জন রয়েছে। অপর ১ জন চট্টগ্রামের সীতাকুণ্ডের। এ নিয়ে কক্সবাজার জেলায় ১০ রোহিঙ্গা সহ মোট ২৭৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হলো।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, মঙ্গলবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৬২ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২৬ জনকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯ জন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট। অপর ১৭ জনের মধ্যে কক্সবাজার জেলার ১৬ জন ও ১ জন চট্টগ্রামের সীতাকুঞ্জে।

এ নিয়ে কক্সবাজারে করোনায় শনাক্ত হলেন, ১০ রোহিঙ্গাসহ ২৭৪ জন। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh