ভারতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৩০ পিএম | আপডেট: ২১ মে ২০২০, ১০:৩১ পিএম

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ চীনের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিচ্ছে। এবার সে পথে চলতে যাচ্ছে মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাপল। ইতোমধ্যে ভারতকে উৎপাদনের কেন্দ্র হিসেবে বেছে নেয়ার পরিকল্পনা করছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চীন থেকে উৎপাদন ব্যবসার ২০ শতাংশ ভারতে সরিয়ে আনার পরিকল্পনা করছে তারা।

সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ বছরে ভারতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে পারে অ্যাপল। উইনস্ট্রন এবং ফক্সকন, এই দুই সংস্থার মাধ্যমে ভারতে স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা করছে তারা।

গত বছরের শেষ দিকে অ্যাপল, স্যামসাং এবং ভারতের দেশীয় ফোন উৎপাদনকারী সংস্থা লাভার আধিকারীদের সাথে একদফা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে মোদি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্পের কথা তুলে ধরেন। পিএলআই-এর আওতায় বেশ কিছু শর্ত নিয়ে দু’পক্ষের মধ্যে মতান্তর দেখা দেয়। ধারণা করা হচ্ছে, দুপক্ষের মধ্যে এ সবের নিষ্পত্তি হয়ে গেলে অ্যাপল ভারতে উৎপাদন কেন্দ্র সরিয়ে আনতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh