গলফ খেলতে গেলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২০, ০২:১৪ পিএম

মার্চের শেষ দিকে প্রকোপ শুরুর পর থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কভিড-১৯ এ দৈনিক মৃত্যুর সংখ্যা দুই অঙ্কে নেমে এসেছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ অঙ্গরাজ্যে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে গভর্নর এ্যান্ড্র কুমো শনিবার জানিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক দেখাতে জরুরি অবস্থা জারির মধ্যেই গলফ খেলতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক দেখাতে শনিবার ট্রাম্প ওয়াশিংটনের শহরতলীতে অবস্থিত গলফ ক্লাবে যান। ট্রাম্প গাড়িবহর নিয়ে হোয়াইট হাউজ থেকে গলফ ক্লাবে যান। গলফ ক্লাবে ট্রাম্পকে সাদা একটি ক্যাপ এবং পোলো টি শার্ট পরা অবস্থায় দেখা গেছে ।

জরুরি অবস্থা জারি হওয়ার পর এই প্রথম গলফ খেলতে গেলেন ট্রাম্প। এর আগে গত ৮ মার্চ ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর মার্চের ১৩ তারিখে করোনা ভাইরাসের প্রকোপের কারণে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্লওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৯৮ হাজার ৬৮৩ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh