ভূমিকম্পে কাঁপলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৯:১০ পিএম | আপডেট: ২৫ মে ২০২০, ১০:১৪ পিএম

ভারতের মণিপুর রাজ্যে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে রাজধানী ঢাকায় মৃদু মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের সাড়ে ৬০ কিলোমিটার গভীরে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কারণে পার্শ্ববর্তী রাজ্য আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ও মিজোরামও কেঁপে উঠে।

তবে মণিপুর বা বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh