করোনাকালেও আয় বেড়েছে জাকারবার্গের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৯:৫০ এএম | আপডেট: ২৬ মে ২০২০, ০৯:৫২ এএম

করোনাকালেও বিপুল পরিমাণ সম্পদ তথা আয় বেড়েছে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের। গত দুই মাসে তার আয় বেড়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলারের মতো।

মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। ব্লুমবার্গের তৈরি করা বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন মার্ক। ব্লুমবার্গ জানাচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি জাকারবার্গের সম্পদের পরিমাণ ছিলো আনুমানিক ৫৭.৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৭.৫ বিলিয়ন ডলার।

করোনা মহামারির কারণে শুরু হয়েছে আর্থিক মন্দা। বেশিরভাগ সংস্থাই ক্ষতির মুখে। তার মধ্যেও গত দুই মাসে ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গের সম্পত্তি বিপুল বৃদ্ধি পেয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh