হেরোইনসহ গ্রেফতারের পর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৮:৫০ পিএম

হেরোইনসহ গ্রেফতারের পর শেহান মাদুশঙ্কাকে ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এর আগে রবিবার (২৪ মে) পান্নালা শহরে ড্রাইভিংয়ের সময় পুলিশ তাদের গতিরোধ করে। পরে মাদুশঙ্কার কাছ থেকে ২ গ্রামের বেশি হেরোইন জব্দ করা হয়। আর স্থানীয় ম্যাজিস্ট্রেট তার ১৪ দিনের রিমান্ড মন্জুর করেন।

শেহানে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে এসএলসি জানায়, শেহান মাদুশঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পুলিশ তাকে নিষিদ্ধ মাদকসহ গ্রেফতারের পর রিমান্ডে নেয়ার পরই আমরা এই সিদ্ধান্ত নেই।

২০১৮ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন এই প্রতিভাবান পেসার।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh