খাগড়াছড়িতে একদিনে সর্বোচ্চ ৮ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০, ১১:১৯ এএম

একদিনের ব্যবধানে খাগড়াছড়িতে আরো আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জনে এবং জেলার সাত উপজেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। 

আজ বুধবার (২৭ মে) সকালে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আটজন। এদের মধ্যে সদর উপজেলায় তিনজন, দীঘিনালার মধ্যবেতছড়ি এলাকায় একজন, মহালছড়িতে দুইজন, পানছড়িত একজন ও মাটিরাঙার একজন রয়েছেন। 

তিনি আরো বলেন, মহালছড়িকে আক্রান্তরা করোনায় আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীর বাসায় কাজ করতেন। দীঘিনালায় আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং তিনি মধ্যবেতছড়ি এলাকায় কোয়ারেন্টিনে আছেন। পানছড়ি ও মাটিরাঙায় আক্রান্তদের শনাক্তের চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ।

করোনায় আক্রান্তদের মধ্যে এরশাদ চাকমা নামে একজন সুস্থ হয়েছেন। ইতোমধ্যে তিনি বাড়ি ফিরে গেছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh