বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৮:২৯ এএম | আপডেট: ২৮ মে ২০২০, ০৯:০৫ এএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোহাম্মদ সোহেল মাহমুদ (৩৫) নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্যর মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

সোহেল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডায়াবেটিস, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ৯টার দিকে সোহেলকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি।

এদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে, সোহেল করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh