বৌভাত থেকে ফেরার সময় নৌকাডুবি, কনের বাবাসহ নিখোঁজ ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৯:৪৫ এএম | আপডেট: ২৮ মে ২০২০, ০৯:৪৯ এএম

মেয়ের বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরলা নদীতে নৌকা ডুবে কনের বাবাসহ চারজন নিখোঁজ হয়েছেন। 

গতকাল বুধবার (২৭ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৌভাত থেকে ৫০ জন একটি নৌকায় করে উপজেলার সাতভিটা থেকে কাশিমবাজারে ফেরার পথে ধরলা নদীতে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বাকিদের উদ্ধার করা হলেও মেয়ের বাবাসহ চারজন নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজরা হলেন- কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)। নিখোঁজ চারজনের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব জানান, ঘটনার পরপরই উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যান। কুড়িগ্রামে কোনো ডুবুরি না থাকায় আর বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। ফায়ার সার্ভিসকর্মীরা রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা আজ বৃহস্পতিবার এসে উদ্ধার অভিযান চালাবেন বলেন জানিয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh