কক্সবাজারে আরো ৩৯ জনের করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ১১:৩৬ এএম

কক্সবাজারে নতুন করে আরো ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। 

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষায় ৬১ জনে করোনা পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৬ জন ও অপর ১৯ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। 

নতুন শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা ৩৯ জন। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সাতজন, চকরিয়া উপজেলায় পাঁচজন, উখিয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় দুইজন,  টেকনাফ উপজেলায় দুইজন ও রামু উপজেলায় তিনজন রয়েছে। 

এছাড়া নতুন শনাক্তদের বান্দরবান জেলার তিনজন ও চট্টগ্রামের জেলার চারজন রয়েছে।

গতকাল বুধবার (২৭ মে) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৬ দিনে মোট পাঁচ হাজার ৭৮৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৫৪২ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে মহেশখালীতে ৩০ জন, টেকনাফে ১৭ জন, উখিয়ায় ৭২ জন, রামুতে আটজন, চকরিয়ায় ১৪৬ জন, কক্সবাজার সদরে ১৪৭ জন, কুতুবদিয়ায় দুইজন ও পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে ২৯ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। 

এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫০ জন ও মারা গেছেন নয়জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh