তিস্তায় ভাসিয়ে দেয়া পোশাক শ্রমিকের করোনা নেগেটিভ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ০১:৫৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পোশাক কারখানার শ্রমিক মৌসুমী আক্তারের (২২) মরদেহ তিস্তা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল। 

তবে মৌসুমী করোনায় আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়।

গতকাল বুধবার (২৭ মে) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে মৌসুমীর নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে।

মৌসুমী পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সরকারের হাট এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

কয়েকদিন আগে করোনা সন্দেহে তিস্তা নদীতে মৌসুমীর মরদেহ ভাসিয়ে দেয়া হয়। গত রবিবার (২৪ মে) রাতে ওই নারীর মরদেহ তিস্তা নদী থেকে উদ্ধার করে পুলিশ। পরে সোমবার (২৫ মে) বিকেলে জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh