পিসিআরেও করোনা পজিটিভ ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ২৯ মে ২০২০, ০৩:২৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরির পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ ডট ব্লোট’ কিটে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বৃহস্পতিবার (২৮ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলোজি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি টেস্ট এ রিপোর্ট দেয়া হয়েছে।

এর আগে ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এরপর থেকে আইসোলেশনে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

‘জিআর কভিড-১৯ ডট ব্লোট’ কিটে করোনা শনাক্ত হওয়ার পরও বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বুধবার (২৭ মে) বিএসএমএমইউতে স্যাম্পল (ন্যাজাল সোয়াব ও থ্রট সোয়াব) দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই স্যাম্পল পিসিআর ল্যাবে টেস্ট করার পর ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। সেই রিপোর্টেও করোনা পজেটিভ এসেছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh