কক্সবাজারে আরো ৭৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৬:৫৪ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৬ জন। অপর ৬ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৩১ জন, উখিয়া উপজেলার ৬ জন, চকরিয়া উপজেলার ৯ জন, টেকনাফ উপজেলার একজন, রামু উপজেলার ১২ জন, লামার একজন, নাইক্ষ্যংছড়ির একজন, বান্দরবনের ২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার ৮ জন রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৭ দিনে মোট ৬০৩৮ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৬১৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেলো।

এর মধ্যে মহেশখালীতে ৩০ জন, টেকনাফে ১৮ জন, উখিয়ায় ৭৮ জন, রামু ২০ জন, চকরিয়ায় ১৫৫ জন, কক্সবাজার সদরে ১৭৮ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৯ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫০ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh