ড্রোন পৌঁছাবে চিকিৎসা সরঞ্জাম ও পিপিই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৩:৩৭ পিএম

ছবি: এনগ্যাজেট।

ছবি: এনগ্যাজেট।

করোনা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও পিপিই সরবরাহের অনুমতি পেয়েছে ড্রোন প্রতিষ্ঠান জিপলাইন। 

প্রতিষ্ঠানটিকে অনুমতি দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর ফলে নির্দিষ্ট দুইটি রুটে ড্রোন ব্যবহারের অনুমোদন পাবে প্রতিষ্ঠানটি।- খবর বিবিসির।

যাওয়া আসা মিলে ৪৮ কিলোমিটার পথ পাড়ি দেয়ার অনুমোদন পেয়েছে জিপলাইনের ড্রোন।

নিকটবর্তী একটি কেন্দ্র থেকে ড্রোনে মেডিক্রল সরঞ্জাম ভরা হবে। পরে প্যারাস্যুটের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পণ্যগুলো নামানো হবে। ঘন্টায় সর্বোচ্চ ৮০ মাইল বেগে ১.৮ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে ড্রোনগুলো।

এই সেবার অংশীদার নোভান্ট হেলথের প্রধান ডিজিটাল কর্মকর্তা অ্যাঞ্জেলা ইওচেম বলেন,  “কভিড-১৯ মহামারি আমাদেরকে জটিল চ্যালেঞ্জের আরো দ্রুতগামী এবং উদ্ভাবনী সমাধান বের করতে সহায়তা করেছে।”

বিশেষজ্ঞরা বলছেন, মহামারি ড্রোন ফ্লাইটের ক্ষেত্রে কিছু নীতিমালা শিথিল করতে সহায়তা করবে।

আয়ারল্যান্ড, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশেও ড্রোনের মাধ্যম চিকিৎসা সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh