চুয়াডাঙ্গায় পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০, ০৫:৩৭ পিএম

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ ও দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের এক ব্যক্তি এবং আলমডাঙ্গা উপজেলা শহরের বাবুপাড়ার এক ব্যক্তি ও ভাংবাড়িয়া গ্রামের এক যুবক রয়েছেন। এরা সবাই পুরুষ, যাদের বয়স ২৪ থেকে ৪৪ বছরের মধ্যে।

শনিবার (৩০ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৪ জন। এ পর্যন্ত জেলায় মোট ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

এদের মধ্যে এ পর্যন্ত ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

বর্তমানে একজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ৪ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৪৯ জনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২ জন ও  হোম কোয়ারেন্টাইনে ৪৫২ জন রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh