১৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ১০:৫০ পিএম | আপডেট: ৩০ মে ২০২০, ১০:৫১ পিএম

দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্ট ও বাম পায়ের গোয়ালিতে অ্যালার্জিজনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হন রওশন এরশাদ। 

শনিবার বাসায় ফিরে রওশন বলেন, ‘এখন অনেক ভালো আছি। অ্যালার্জির কারণে পায়ের গোড়ালিতে ফোসকা উঠেছিল। দুই সপ্তাহ ছিলাম হাসপাতালে। অন্য কোনো সমস্যা নেই।’

শ্বাসকষ্ট ও বাম পায়ের গোয়ালিতে অ্যালার্জিজনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হন এবার রোজার ঈদ তার হাসপাতালেই কেটেছে। সিএমএইচে তার করোনা পরীক্ষাও করা হয়। ১৮ মে করোনার টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh