করোনায় প্রথম কোনো ফুটবলারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৫:৩৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো ফুটবলারের মৃত্যু হলো। বলিভিয়ান ফুটবলার ডেইভার্ট ফ্রান্স রোমান গুজম্যানের (২৫) মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বলিভিয়ান ফুটবল ফেডারেশন (এফবিএফ)।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে গুজম্যানের ছবি পোস্ট করে এফবিএফ প্রেসিডেন্ট অ্যাঙ্গেল সুয়ারেস লিখেছেন, ‘ডেইভার্ট রোমান গুজম্যানের বন্ধুজন এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে বলিভিয়ান ফুটবল ফেডারেশন। এই কঠিন সময়ে ঈশ্বর তাদের শক্তি দিক।’ 

গুজম্যান খেলতেন বিশ্ববিদ্যালয়ের দল বেনিতে। গুজম্যান বলিভিয়ার বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন। দেশটির শীর্ষ ফুটবল ক্লাব ন্যাশিওনাল পোতোসি’তেও যোগ দেয়ার কথা ছিল তার।

বলিভিয়ান প্রেস জানিয়েছে, গুজম্যান তার বাবা বেলিসারিও রোমান ও চাচা লুইস কারমেলো রোমানের সাথে একই ঘরে থাকতেন। তারা আগেই আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh