প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব খোকনের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১২:০৩ পিএম | আপডেট: ০১ জুন ২০২০, ১২:০৩ পিএম

আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন

আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব-১ আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ সোমবার (১ জুন) সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নিজ বাসভবন তারাগঞ্জ গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন সাহেব রাতে বুকে ব্যথা অনুভব করছিলেন। ভোরে তিনি মারা যান।

খোকনের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh