পাবনায় পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০, ১১:৪৯ পিএম

পাবনায় একাধিক মামলার পলাতক আসামি অন্তর হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় অন্তরের দেহ থেকে তার দুইটি হাত বিচ্ছিন্ন করে দিয়েছে হামলাকারীরা।

সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার গাঙ্গোহাটি মানিকতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের গাঙ্গোহাটি মানিকতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার বিকেলে অন্তর নিজ বাড়ির পাশে ঘোরাঘুরি করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত শরীর থেকে বিছিন্ন করে ফেলে। পরে অন্তরের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গুরুতর অবস্থায় অন্তরকে রাজশাহী নেয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল আলম জানান, অন্তর চারটি মামলার পলাতক আসামি ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, এ সব কারণেই প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করতে পারে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh