করোনাভাইরাস

একদিনে রেকর্ড ৩২৪ পুলিশ সদস্য আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৬:৫৯ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বাংলাদেশ পুলিশের সব ইউনিট মিলে নতুন করে ৩২৪ জন সদস্যের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সদর দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩২৪ জন শনাক্তসহ বাহিনীটিতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) পর্যন্ত এ সংখ্যা ছিলো ৫ হাজার ৫০৭ জন। এর আগে গত ১৬ মে একদিনে পুলিশে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন। চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত মোট ১৭ সদস্য মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের করোনা আক্রান্ত ২ হাজার ১২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে পুলিশের মোট এক হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন। আর আক্রান্তদের সংস্পর্শে এসেছেন সন্দেহে কোয়ারেন্টিনে রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন পুলিশ কর্মকর্তা।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh