হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভে সংহতি ট্রুডোর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১২:২২ পিএম

ছবি: সিএনএন

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে কানাডার অটোয়ায় অনুষ্ঠিত এক বিক্ষোভে সংহতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

‘নো জাস্টিস = নো পিস’ সমাবেশে ট্রুডো অন্যদের মতোই হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে ক্ষোভ জানান। 

কালো মাস্ক পরে, দেহরক্ষীদের নিয়ে হঠাৎই তিনি গত শুক্রবারের ওই সমাবেশে হাজির হন।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ বিক্ষোভে ট্রুডো বিক্ষোভে যোগ দেবেন কি না, এর আগের দিন সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে বিক্ষোভের দিন শুক্রবার দুপুরের পর মুখে কালো কাপড়ের মাস্ক পরে পার্লামেন্ট ভবন যে এলাকায় অবস্থিত, সেই পার্লামেন্ট হিলে আসেন তিনি। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে ঘিরে ছিলেন। 

বিক্ষোভে যোগ দিলেও ট্রুডো এই কর্মসূচিতে কোনো বক্তব্য দেননি। তবে এসময় অনেক বিক্ষোভকারী কানাডার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ‘ট্রাম্পের মুখোমুখি দাঁড়াও’ স্লোগান দেন।

অটোয়ায় বর্ণবাদবিরোধী এ বিক্ষোভের একদিন আগেই কানাডার পূর্বাঞ্চলে পুলিশের গুলিতে এক আদিবাসী নারী নিহত হয়েছে।

শুক্রবার অটোয়া ছাড়াও কানাডার অনেকগুলো শহরে বর্ণবাদবিরোধী কর্মসূচি হয়েছে। টরন্টোতে কয়েকশ ব্যক্তি ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া শোভাযাত্রায় অংশ নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh