চুনারুঘাটে ১৮ বস্তা সরকারি চালসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০২:১৮ পিএম

ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সরকারি ১৮ বস্তা চালসহ কাজল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

রবিবার (৭ জুন) দুপুরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৬ জুন ) রাত ১টায় উপজেলার নালমুখ বাজারে বাসা থেকে কাজল মিয়াকে আটক করেন থানার ওসি (তদন্ত) চম্পক দাম।

এর আগে গোপন সংবাদে খবর পাওয়া যায় নালমুখ বাজারে কাজল মিয়ার দোকানে সরকারি চাল রয়েছে এবং কয়েকদিন যাবত বিক্রি করে আসছেন। এরই প্রেক্ষিতে ওসি (তদন্ত) চম্পক দামসহ একদল পুলিশ পাঠিয়ে ১৮ বস্তা সরকারি সিল মোহরযুক্ত চালসহ তাকে (কাজল) আটক করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh