নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০, ১১:৫১ এএম

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় নাজিমউদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার (৯ জুন) রাতে পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নাজিমউদ্দিন ওয়াপদা গেটের পাশে সকাল-সন্ধ্যা সুপার মার্কেট এলাকায় ৬ তলা ভবনের ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, নাজিমউদ্দিন পলাশের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা আরও খারাপ হলে তার স্ত্রী তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। ওখানেই তিনি মৃত্যুবরণ করেন।

খবর পাওয়ামাত্রই পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ের করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুমানা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ নেন। তারা মৃত ব্যক্তির যথাযথ প্রক্রিয়ায় দাফনের ব্যবস্থা করেন।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh