গোপালগঞ্জে নতুন ১৩ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৮:০০ পিএম

গোপালগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর রয়েছেন।  

শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় দুইজন ও মুকসুদপুর উপজেলায় একজন মারা মারা গেছেন।

তিনি জানান, আক্রান্ত মধ্যে কাশিয়ানীতে উপজেলা চেয়ারম্যানসহ নয়জন, মুকসুদপুর উপজেলায় দুইজন, কোটালীপাড়া উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে রাখা হয়েছে।

অন্যদের মধ্যে ১৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৯৪ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলেও সিভিল সার্জন জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh