ওমানে অনাপত্তিপত্র বাতিল

সহজে কাজ পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৯:৫০ পিএম | আপডেট: ১৭ জুন ২০২০, ১০:৪০ পিএম

ওমান প্রবাসীদের জন্য সুখবর। এখন থেকে অনাপত্তিপত্র বা এনওসি ছাড়াই এখন খুব সহজেই প্রবাসীরা কাজ পরিবর্তন করতে পারবেন। দেশটির শ্রমবাজারকে 'আরো আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক' করে সাজাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্র পরিচালিত ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে- ওমানের বিদেশী কর্মীরা ২০২১ সালে কার্যকর হওয়া নতুন নির্দেশনা অনুযায়ী অনাপত্তিপত্র বা এনওসি ছাড়াই সহজেই কাজ পরিবর্তন করতে পারবেন।

'শ্রমবাজারকে আকর্ষণীয় ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির সুলতানের তত্ত্বাবধানে এই আইন শর্তানুযায়ী সংশোধন করা হয়েছে। ২০২১ সাল থেকে একজন শ্রমিক তার এক কর্মসংস্থান থেকে অন্য নিয়োগকর্তার নিকট কর্মস্থান পরিবর্তনের জন্য অনাপত্তিপত্র বা এনওসি'র বাধ্যবাধকতা তুলে নেয়া হবে।

নতুন এই নিয়মটি শুধুমাত্র বিদেশী কর্মীদের জন্য প্রযোজ্য। ওমানে বা ওমানের বাইরে অবস্থানকৃত যাদের ইতোমধ্যে চুক্তি শেষ হয়েছে তারা সকলেই এই নিয়মের আওতায় পড়বেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh