খুমেকে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১০:১৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা ইয়াদ আলীর (৮৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ইয়াদ আলী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা।

গত শনিবার (১৩ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ইয়াদ আলীর করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ইয়াদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, ইয়াদ আলী করোনাসহ নানা রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি বুধবার বিকেলে মারা যান।

ফিলিপনগর মাঠপাড়া গ্রামে স্বাস্থ্যবিধি মেনে  ইয়াদ আলীর দাফন সম্পন্ন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh