প্রাণনাশের আশংকায় ভিপি নুর, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১০:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর প্রাণনাশের আশংকায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। একই সঙ্গে নুরুল হক নুরও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার তার ফোনে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে কে বা কারা হত্যার হুমকি দেয়। এরপর থেকে প্রাণনাশের শংকা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে থানায় জিডি করেছেন নুরুল হক নুর।

নুর বলেন, ‘গতকাল (মঙ্গলবার) কে বা কারা একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ও আমার সংগঠনের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মীর মোবাইলে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করে হত্যার হুমকি দেয়। তারপর থেকে আমরা বরাবরের মতই নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ভিপি নুর বলেন, ‘ইতিপূর্বে আমার ওপর যারা হামলা করেছে তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। এসব হামলায় তাদের কোনো বিচার হয়নি। এখন আমাকে দেয়া হত্যার হুমকির সঙ্গে সরকার দলের যোগসাজশ থাকতে পারে বলে আমি মনে করি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh