ব্রাহ্মণবাড়িয়ায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১১:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ।

ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সুমাইয়া (১৪) ও সোনিয়া (১৩) নামে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমাইয়া কুটি গ্রামের বাবুল মিয়ার মেয়ে এবং সোনিয়া একই গ্রামের বেলাল মিয়ার মেয়ে। 

বুধবার  (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কুটি বাজারের পাশে পোষ্ট অফিসের পেছনে লোহার সিঁড়িতে ওড়না পেছানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান,স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনের জন্য তদন্ত চলছে বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh