বিএসটিআই ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৩:২৯ পিএম | আপডেট: ১৮ জুন ২০২০, ০৬:০৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক।

বৃহস্পতিবার (১৮ জুন) এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দুই প্রতিষ্ঠানের ডিজি নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। আর বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন আগামী ২৯ জুন অবসরে যাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh