করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যমুনা গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ১১:৪৩ পিএম | আপডেট: ১৮ জুন ২০২০, ১১:৪৫ পিএম

নুরুল ইসলাম বাবুল।

নুরুল ইসলাম বাবুল।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ব্যবসায়ী নিজেই এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে।” 

গত ১৪ জুন তার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে বাবুলের। তবে তিনি ছাড়া পরিবারে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানান বাবুল।

যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। তাছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায়ও রয়েছে এই গ্রুপটি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh