চাকরি হারাচ্ছে দুই প্রতিষ্ঠানের ৪৫ হাজার কর্মী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৯:৫৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দুই প্রতিষ্ঠান থেকেই চাকরি হারাচ্ছে ৪৫ হাজার কর্মী।

এর মধ্যে ১০ হাজার কর্মীর সঙ্গে নতুন করে চুক্তি করছে না বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। ফলে চাকরি হারাচ্ছেন জার্মানভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা ১০ হাজার কর্মী।

শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। মিউনিখ থেকে পরিচালিত বিএমডব্লিউ শুক্রবার কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে একটি চুক্তির সমঝোতায় পৌঁছে।

এছাড়া করোনার এ পরিস্থিতিতে নামকরা এয়ারলাইন্স ও প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ২০১৯ সালে মুনাফা ৩৩ শতাংশ কমে যাওয়ায় আনুমানিক ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) কর্তৃপক্ষ।

ব্যাংকটি বলছে, ২০২২ সালের মধ্যে ব্যাংক পুনর্গঠনের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh