মসজিদুল হারামসহ মক্কার সব মসজিদ খোলার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২০, ১০:৩৮ পিএম | আপডেট: ২০ জুন ২০২০, ০৮:৪১ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামসহ ১৫৬০টি মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

দীর্ঘ তিনমাস পর আগামী রবিবার ( ২১ জুন) ফজর থেকে মুসল্লিদের জন্যে মসজিদের দরজা খুলে যাবে।

দেশটির গণমাধ্যম সৌদি গেজেট জানায়, এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেইসাথে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে ও প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে মক্কার আজিজায় অঞ্চলের কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মেইল্লি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও মুসুল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে মসজিদগুলোতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করা হবে।

করোনাভাইরাসজনিত কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে। গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেয়া হলেও বন্ধ ছিলো মক্কা অঞ্চলের এসব মসজিদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh