সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ০২:২৬ পিএম

সাহারা খাতুন

সাহারা খাতুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। 

দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (১৯ জুন) তাকে আইসিইউতে নেয়া হয়।

আজ রবিবার (২১ জুন) দুপুরে সাহারা খাতুনের ভাগ্নে মজিবর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, উনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখনো আইসিইউতেই আছেন। শুক্রবার যখন তাকে আইসিইউতে নেয়া হয় তখনকার চেয়ে এখন তিনি ভালো আছেন। এখন তিনি কথা বলছেন। তার প্রেসার স্বাভাবিক আছে ও ভেন্টিলেটর খুলে দেয়া হয়েছে।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান বলেন, যেহেতু ৭২ ঘণ্টার অবজারবেশনে আছেন, সুতরাং এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যায় না। চিকিৎসকরা আমাদের বলেছেন, অক্সিজেন প্রেসার ইমপ্রুভ করেছে। এই অবস্থা বজায় থাকলে দু-এক দিনের মধ্যে বেডে স্থানান্তর করা যাবে।

এর আগে গত ২ জুন জ্বর-অ্যালার্জি ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থবোধ করলে ৭৭ বছর বয়সী সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে তাকে বেডে দেয়া হয়। 

তবে ১৮ জুন (বৃহস্পতিবার) তার শারীরিক অবস্থার ফের অবনতি হয়। পরে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh