বুকে ব্যথা বেড়েছে মাশরাফির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৪:৫৫ পিএম

মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বিন মর্তুজা।

গত দুই দিন শারীরিক অবস্থা ভালো থাকলেও, আজ সোমবার (২২ জুন) বুকে ব্যথা বেড়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার। যেকোনো মুহূর্তে তাকে হাসপাতালে নেয়া হতে পারে।

মাশরাফির পুরনো অ্যাজমার সমস্যা থাকায় দুশ্চিন্তায় পড়েছেন সবাই। তাই মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিকেল বিভাগ। 

জানা যায়, অবস্থার উন্নতি না  হলে আজ সোমবার বিকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করানো হবে তাকে। 

জাতীয় দলের কিংবদন্তী এই ক্রিকেটারের অসুস্থতায় খোঁজ নিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলে রেখেছেন, কোনো সমস্যা হলে যেন তাকে সাথে সাথে জানানো হয়।

নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে ব্যবস্থাপত্র নেন। সেই ব্যবস্থাপত্র মাশরাফিকে পাঠানো হয়েছে। বি এম আবদুল্লাহর দায়িত্বে আছেন মাশরাফি। 

উল্লেখ্য, শনিবার (২০ জুন)  করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় দলের কিংবদন্তী এই ক্রিকেটার। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি নিজেই এ খবর জানান। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh