স্ত্রীসহ করোনা আক্রান্ত নোভাক জোকোভিচ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৮:১৭ পিএম | আপডেট: ২৩ জুন ২০২০, ০৯:২৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। তবে তার সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এক বিবৃতিতে জোকোভিচ নিজেই জানিয়েছেন এ তথ্য। 

করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেও উপসর্গ দেখা দেয়নি বলেই জানিয়েছেন জোকোভিচ। ১৪ দিন তিনি আইসোলেশনে থাকবেন। দিন পাঁচেক পরে আবার পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন র্সাবিয়ান তারকা।  

নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করে সমালোচিত হয়েছেন জোকোভিচ। কারণ সেখানে খেলতে আসা খেলোয়াড় ও কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা।

গ্রেগর দিমিত্রভ, জোকোভিচের ফিটনেস কোচ পানিচিরও পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তা নিয়ে টেনিস বিশ্বের ক্ষোভের মুখে পড়েন জোকোভিচ। তা প্রশমিত হতে না হতেই খবর আসে জোকার নিজেও করোনায় আক্রান্ত। -আনন্দবাজার পত্রিকা


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh