আরো চার জেলার ৭ রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৯:১৭ পিএম | আপডেট: ২৩ জুন ২০২০, ০৯:৪৯ পিএম

করোনা সংক্রমণ রোধে নতুন করে আরো চার জেলার সাত এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। জেলাগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ।

মঙ্গলবার (২৩ জুন) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে ২১ দিন ছুটি থাকবে। 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, শুধুমাত্র রেড জোন ঘোষিত এলাকায় বর্ণিত সময়ের জন্য এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। এসব এলাকায় বসবাসরত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এসব এলাকায় বসবাসরত কিন্তু কর্মস্থল অন্য এলাকায় তাদের জন্যও এ ছুটি কার্যকর হবে। তবে জরুরি পরিষেবা এই ছুটির বাইরে থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh