স্থগিত সব সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ১০:১০ পিএম

সরকারি চাকরির স্থগিত হওয়া সব পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

আর এসব পরীক্ষা নভেম্বরেই শেষ হবে। তবে বয়সসীমার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আজ মঙ্গলবার (২৩ জুন) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা জানান।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর ভাইরাসটির সংক্রমণ রোধে গত চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, কভিড-১৯-এর প্রভাবে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ১৩টি পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া খাদ্য অধিদপ্তর, ব্যান্সডক, তুলা উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সরকারি আরো বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া স্থ‌গিত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh