করোনা আক্রান্তের এক-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮১৮ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ১১ হাজার ৭৮০। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪ হাজার ৫৮৮, যা পৃথিবীর মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক লাখ ২৬ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh