যশোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২০, ০৩:২১ পিএম | আপডেট: ২৬ জুন ২০২০, ০৩:২৩ পিএম

যশোর সদর উপজেলার দেয়াপাড়ায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নজরুল ইসলাম নজু কাজী (৫৫) নিহত হয়েছেন। 

জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত নজু কাজী দেয়াপাড়ায় গণি কাজীর ছেলে। 

নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, কয়েক মাস আগে আমার দাদা মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমি-জমা নিয়ে আমার পিতা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সাথে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। 

বাকবিতণ্ডার  একপর্যায়ে  রাজ্জাক কাজী ঘর থেকে গাছিদা এনে  নজু কাজীর গলায় কোপ দেয়।  এ সময় নজু কাজী মাটিতে পড়ে যায়।  গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময়  জরুরি বিভাগে দায়িত্ব চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, ঘটনার পর রাজ্জাক কাজী জাপটে ধরা হয়। এ সময় অন্য চাচারা তাকে পালিয়ে যেতে সহায়তা করে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই নজু কাজী মারা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন)  সুমন কুমার ভক্ত জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে  জমি নিয়ে বিরোধের জের ধরে গোলযোগে ছোট ভাইয়ের গাছিদার কোপে  নজু কাজী খুন হয়েছেন বলে জানা গেছে।  অভিযুক্তকে আটকে অভিযান শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh