সুনামগঞ্জে ঝড়ে নৌকা ডুবে ২জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২০, ০১:৪১ পিএম | আপডেট: ২৭ জুন ২০২০, ০১:৪৫ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা ডুবে আনুমানিক ৫৫-৬০বছর বয়সী এক বৃদ্ধ ও ১২ বছর বয়সী আরেকজন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নৌকার মালিক উপজেলার ধল গ্রামের সুজন মিয়া। 

স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টা সময় দিরাই থেকে ইঞ্জিন চালিত নৌকায় ১০-১২ জনের যাত্রী নিয়ে ধল যাওয়ার পথে ১১টার দিকে উজানধল গ্রামের পাশে কালণী নদীতে যাত্রীবাহী নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাতরে তীরে উঠতে পারলেও ওই দুজন পানিতে ডুবে মারা যায়। মৃতরা একই পরিবারে লোক হতে পারে ধারনা করছে স্থানীয়রা।

দিরাই থানার ওসি কে এম নজরুল জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় মৃত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি-না তা দেখা হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh