টিকটক-শেয়ারইটসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১০:৪৪ পিএম

লাদাখে সীমান্ত বিরোধের ঘটনার জেরে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপসগুলো নিষিদ্ধ করলো ভারতের কেন্দ্রীয় সরকার। 

সোমবার (২৯ জুন) সন্ধ্যার পর ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে সে দেশে চীনা অ্যাপ নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করে। সেইসঙ্গে নিষিদ্ধ চীনা অ্যাপগুলোর একটি তালিকাও প্রকাশ করে। 

নিষিদ্ধ অ্যাপগুলোর তালিকায় টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট ছাড়াও জনপ্রিয় ৫৯টি অ্যাপস রয়েছে। এগুলো হলো- ছবি এডিট, সেলফি মুড, বিউটি ক্যামেরা, ট্রান্সলেটর, ক্যাশ ক্লিনার, ব্রাউজার, গেমস, গান শোনা ও চ্যাট ইত্যাদি।


জানা যায়, ভারতের তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় এসব চীনা অ্যাপস নিষিদ্ধ করা হয়েছে। 

চীনা অ্যাপগুলোর মধ্যে ভারতে টিকটকের ব্যবহার অনেক বেশি। বিশ্বে  ইতোমধ্যেই টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ২০০ কোটি। এদের মধ্যে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা ৬১ কোটি বেশি। টিকটক ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারত তৃতীয় স্থানে রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh